লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল চুঁচুড়ার এক পুজো কমিটি

0
175

মোহনা বিশ্বাস, হুগলীঃ

বর্তমানে গোটা বিশ্বের এখন একটাই অসুখ করোনা। সুযোগ বুঝে ভারতেও প্রবেশ করেছে এই মারণ ভাইরাস। যার ফলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ধীরে ধীরে মহামারীর আকার নিচ্ছে এই কোভিড-১৯। আর ঠিক সেই কারণেই করোনার সঙ্গে যুদ্ধে নেমেছে ভারত।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন অনেকেই। স্কুল, কলেজ, অফিস, কলকারখানা সবই বন্ধ। গোটা দেশ জুড়ে প্রায় স্তব্ধ হয়েছে জনজীবন। এর সাথে পাল্লা দিতে গিয়ে কাজ হারিয়েছে বহু মানুষ। যার ফলে অনাহারে ভুগছেন বহুজন। দেশের এই করুণ পরিস্থিতিতে এবার দুঃস্থদের পাশে দাঁড়াল চুঁচুড়ার ২নং লেন ফার্ম সাইড রোড দূর্গা পুজো কমিটি।

Rice potato | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিলাবৃষ্টিতে নষ্ট হওয়া ধান জমি পরিদর্শনে আধিকারিকরা

সোমবার প্রায় ১৩০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওই পুজো কমিটির সদস্যরা। এদিন চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার দুঃস্থদের ২ কিলো চাল, ২ কিলো আলু, ৫০০ গ্রাম পিঁয়াজ, ২০০ গ্রাম ডাল ও ২০০ গ্রাম সোয়াবিন দেন তাঁরা।

distribution | newsfront.co
নিজস্ব চিত্র

কমিটির সদস্যরা এদিন সরকারি নির্দেশিকা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনেই সম্পূর্ণ কর্মসূচীটি সম্পন্ন করেন। মঙ্গলবারও ২নং লেন, ফার্মসাইড রোড দূর্গামন্দির প্রাঙ্গণে কমিটির পক্ষ থেকে দুঃস্থদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানান পুজো কমিটির সদস্য তপন ঘোষ।

আরও পড়ুনঃ পড়াশোনার ধাঁচে এবার অনলাইনে সাংস্কৃতিক ক্লাসের আয়োজন উত্তর দিনাজপুরে

এর পাশাপাশি পুজো কমিটির অন্য সদস্য মুরারী মোহন সিংহ বলেন, “দূর্গা পুজো করার জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে টাকা দেয়। দূর্গাপুজো করার জন্য আমরাও সেই টাকা পেয়েছি। তাই রাজ্যের এই দুর্দিনে আমরাও সরকারের পাশে দাঁড়াতে চাই। সেই কারণেই ২নং লেন ফার্ম সাইড রোড দূর্গা পুজো কমিটির পক্ষ থেকে ২৫০০টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার কথাও ভেবেছি আমরা।”

এমনকি দুঃস্থদের জন্য খাদ্যসামগ্রী কেনার অর্থ পুজো কমিটির ফান্ড থেকেই খরচ করা হয়েছে বলে জানান কমিটির আরও এক সদস্য বিকাশ রঞ্জন সরকার। এই কঠিন সময়ে দেশের মনুষের পাশে এই পুজো কমিটি যেভাবে দাঁড়িয়েছে, তা যথেষ্ট প্রশংসাযোগ্য। দেশের সংকটজনক পরিস্থিতিতে নিজেদের সাধ্যমত দুঃস্থদের পাশে দাঁড়াতে পেরে খুশি পুজো কমিটির সদস্যরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here