মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষাধিক টাকার অনুদান ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের

0
34

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তথা স্বনামধন্য বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল (উ.মা.)। সোমবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ১২ হাজার ৫০১টাকা অনুদান হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

relief fund | newsfront.co
ত্রাণ তহবিলে দান। নিজস্ব চিত্র

এদিন প্রশাসনের পক্ষে এই চেক গ্রহণ করেন মেদিনীপুরের সদর মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ। ত্রাণ তহবিলের এই অনুদানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী ব্যানার্জী,বর্তমান শিক্ষিকাবৃন্দ ও শিক্ষাকর্মীদের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আইনজীবী ইন্দুভূষণ দাস।

আরও পড়ুনঃ সাঁকোয়া এলাকায় দরিদ্র মানুষদের সামগ্রী বিতরণ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

এমনকি বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুই প্রাক্তন সহ প্রধান শিক্ষিকা শোভা ঘোষ ও নন্দিতা দাস মহাপাত্র, প্রাক্তন শিক্ষিকা গৌরী প্রতিহার, প্রীতিকণা মন্ডল,মায়া ঘোষ,প্রতিমা মিত্র,খেলা ব্রহ্ম,দীপালি ভূঞ্যা,কল্যাণী দাস এবং প্রাক্তন শিক্ষাকর্মী তরুণ দাস প্রমুখ।

যদিও সোমবার মহাকুমা শাসকের দফতরে বিদ্যালয়ের পক্ষে চার সদস্য-সদস্যার এক প্রতিনিধি দল মহাকুমা শাসকের হাতে এই লক্ষাধিক টাকার চেক তুলে দেন। এর পাশাপাশি এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ, প্রধান শিক্ষিকা তথা সম্পাদিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা সুতপা বসু ও শিক্ষাকর্মী সুব্রত দাস।

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিদ্যালয় সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ সমাজের সার্বিক বিপদের দিনে আমরা আমাদের সাধ্য মতো সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হব’।

পাশাপাশি তিনি বিদ্যালয়ের সভাপতি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান ও তাঁদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিদ্যালয় ভিত্তিক এটাই সবচেয়ে বড় অনুদান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here