বর্ষবরণের রাতে লালগোলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নাবালক স্কুল পড়ুয়ার

0
45

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বর্ষবরণের রাতে খড় বোঝাই এক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক নাবালক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে লালগোলা থানার মধুপুর এলাকায়। স্থানীয় মানুষদের বয়ান অনুযায়ী, বছরের শেষ রাতে শাহিন আলম নামে ওই নাবালক কিশোর তাঁর সহপাঠী সাহাবুল শেখের সাথে বাইকে করে লালগোলা মধুপুর থেকে যশইতলার দিকে যাচ্ছিল প্রধান সড়ক ধরে।

accidently death
প্রতীকী চিত্র

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি খড় বোঝাই ট্রাক বেপরোয়া ভাবে এসে পিছন থেকে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলে মৃত্যু হয় শাহিন আলমের। অন্যদিকে বাইক চালক সাহাবুল গুরুতর আহত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, দুইজনই বালুটুঙ্গি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যদিকে জখম হওয়ার পর থেকে বাইক চালক বন্ধু সাহাবুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নানা প্রশ্নের গুঞ্জন উঠেছে সবার মাঝে। তবে অনেক প্রশ্ন তুলেছেন, কেন এভাবে নাবালকের হাতে বাইক তুলে দিয়েছে??

আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে নিখোঁজ তিন সন্তান সহ মা, উদ্ধার এক শিশুর মৃতদেহ

তবে লালগোলা জুড়ে নাবালকদের বাইক নিয়ে দৌরাত্ম্য প্রচুর দেখা যায়। পাশাপাশি অনেকে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, জঙ্গিপুর টু বহরমপুর জেলার অন্যতম সড়কে বহু বাড়তি বোঝাই গাড়ি অহরহ চলে এবং প্রতিনিয়ত নানাভাবে দুর্ঘটনা ঘটে, তবুও প্রশাসন সেভাবে কড়া ব্যবস্থা নেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here