মনিরুল হক, কোচবিহারঃ
করোনা ভাইরাস ঠেকাতে রাজ্য প্রশাসন যেমন কাজ করে যাচ্ছে, ঠিক তেমনই নিজেদের মত করে কাজ করছে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।রবিবার সকাল থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখা গেল কোচবিহারে।
রবিবার সকাল সকাল করোনা ভাইরাস মোকাবিলায় কি কি করতে হবে, তা জানাতে মিকিমাউস নিয়ে বাজারে হাজির হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কোচবিহার শহর লাগোয়া রেলগেট বাজারে এই মিকিমাউস নিয়ে সচেতনতা মূলক প্রচার করে চলেছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
আরও পড়ুনঃ লকডাউনে পাঞ্জিপাড়ায় দুঃস্থদের পাশে তৃণমুল নেতৃত্ব
যদিও এ বিষয়ে সংগঠনের এক সদস্য অনুপম দে জানান,” করোনা ভাইরাস কতটা মারাত্মক হতে পারে, সেটা এখনও অনেকেই বুঝতে পারছেন না। তাই সরকার বা প্রশাসন যেভাবে মানুষকে মুখে মাস্ক, হাত ধোয়ার পাশাপাশি সেনিটাইজার ব্যবহার করা, ও বাড়িতে থাকার গুরুত্ব যে কতটা সেটা এখনও অনেকে বুঝে উঠতে পারেন নি। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করতে এই মিকিমাউস নিয়ে এই সচেতনতার ব্যবস্থা করা হয়েছে”।
একই ভাবে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বাঁধের পাড় সংলগ্ন করুনাময়ী স্কুলের পাশে ২২টি পরিবারকে ৭ দিনের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন।এমনকি কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট এলাকায় রঞ্জন আচার্য নামে এক ব্যবসায়ী এদিন নিজের উদ্যোগে মোট ২৫০ জন দরিদ্র পরিবারের হাতে ৫ কেজি করে চাল, তেল ও মশলা তুলে দেন।
এর পাশাপাশি কোচবিহার জেনকিন্স স্কুলেও প্রাক্তন ছাত্ররা বর্তমান দুঃস্থ ও অসহায় ছাত্রদের ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আটা বণ্টন করেন। এছাড়াও কোচবিহার নেতাজী স্কোয়ার ইউনিটের পক্ষ থেকেও ছাটগুড়িয়াহাটি এলাকার ৩০০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, সোয়াবিন তুলে দেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতয়ালী থানার টাউন অফিসার মৃত্যুঞ্জয় চক্রবর্তী। তবে সব মিলিয়ে করোনা মহামারিতে অসহায় হয়ে পরা মানুষের পাশে অনেকেই যে দাঁড়িয়েছেন, তা কোচবিহার শহর ও শহর লাগোয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ও সমাজ সেবীদের সেবা মূলক কাজই বুঝিয়ে দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584