নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
আবারও এক দুঃসংবাদ গ্রাস করলো চন্দননগরকে। করোনায় মৃত্যু হল আরও এক তরুণীর। নাম সৌমি সাহা। বাড়ি চন্দননগর মুন্সিপুকুর এলাকায়। পেশায় স্কুল শিক্ষিকা ছিলেন তিনি। পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন ৩৪ বছরের ওই তরুণী। মাস দেড়েক আগে বিয়ে হয় তাঁর।
জানা গেছে, কয়েক দিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই শিক্ষিকা। শিক্ষিকার বাবাও করোনা পজিটিভ ছিলেন। বাবা-মেয়ে দুজনেই চন্দননগর হাসপাতালে চিকিৎসা করান। এরপর চিকিৎসকের পরামর্শেই হোম আইসোলেশনে ছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষণরত আরও ৪২ জন জওয়ান আক্রান্ত
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হলে ব্যান্ডেলের ইএসআই কোভিড হাসপাতালে ভর্তি হন সৌমি। এরপর আজ, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মর্মাহত গোটা চন্দননগরবাসী। একের পর এক তরতাজা প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত হলেন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী
গতকালই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগর মহকুমা শাসক দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের। দমদম লিচুবাগানের বাসিন্দা দেবদত্তাকে রবিবার শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
চন্দননগর মহকুমা শাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন দেবদত্তা রায়। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চন্দননগর মহকুমা শাসকের দফতরে। এই ঘটনার পর আজকে করোনায় আক্রান্ত হয়ে সৌমি সাহা-র মৃত্যু আবারও স্পষ্ট করে দিল যে, শুধুমাত্র বয়স্ক বা শিশু নয়, করোনার জোরালো প্রভাব পড়তে পারে তরুণ-তরুণীদের মধ্যেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584