নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কোভিড-১৯ এর সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন। স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই এখন বন্ধ। কিন্তু পড়াশোনার তো লকডাউন হয় না। আর ছাত্র-শিক্ষক সম্পর্ক তো আবহমান কালের। একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অতএব ছাত্র-ছাত্রীদের খোঁজ নিতে বেড়িয়ে পড়েন ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষক। পৌঁছে যান কিছু ছাত্র-ছাত্রীদের বাড়ির দোড়গোঁড়ায়, যারা এখনও রাজ্য সরকারের শিক্ষা দপ্তর প্রদত্ত মডেল অ্যাকটিভিটি টাস্ক পায়নি ।
প্রচুর ছাত্র-ছাত্রী আছে যাদের অভিভাবকদের দৈনন্দিনের খরচ চালাতে হিমশিম খেতে হয়। সেখানে স্মার্ট ফোন তো বিলাসিতার নামান্তর । তাই তাদের বিদ্যালয়ের হোয়াটসআপ গ্রুপে যুক্ত করা যায় নি। শিক্ষকরা অনলাইন ক্লাস নিয়ে সেই সুবিধা থেকে বঞ্চিত তারা।
আরও পড়ুনঃ যুব তৃণমূলের উদ্যোগে চালু ‘দাওয়াত এ ইফতার’
এই সমস্যার কথা ভেবে ছাত্র-ছাত্রীদের কাছে যান শিক্ষকরা। তাদের আশ্বস্ত করা হয় বিদ্যালয় খুললে উক্ত বিষয় গুলো পুনরায় আলোচিত হবে ও বিষয়ভিত্তিক মডেল অ্যাকটিভিটি টাস্ক গুলো তাদেরকে বলে দেওয়া হয় । মডেল অ্যাকটিভিটি টাস্ক রচনায় কি কি করণীয় সে বিষয়ও ধারণা দেওয়া হয় । সেইসঙ্গে পরিবারের খোঁজে নেওয়া হয় ।
শ্রীবাস সরকার, সুশান্ত রায়, খাদিমুল ইসলামরা জানান, ‘সত্যি কথা বলতে, সারা দিন যাদেরকে ঘিরে আবর্তিত হয় আমাদের কার্যকলাপ, দীর্ঘ দিন তাদের না দেখে মনে এক শূন্যতা এসেছে। সেখানে দাঁড়িয়ে আজ ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছাতে পেরে বড় আনন্দ অনুভব করেছি।’এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী জানান, “এভাবে ছাত্র-ছাত্রীদের কাছে তাঁরা পৌঁছান। সঙ্গে উপহার স্বরূপ খাতা, কলম ও চকলেট দেওয়া হয় । নিরাপদ দূরত্ব বজায় রেখেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584