A Thursday: নতুন রূপে ইয়ামি, সামনে এল ছবির ট্রেলার

0
105

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

এবার এক নতুন ইয়ামি গৌতমকে পেতে চলেছে দর্শক। কখনও সে বাচ্চাদের সঙ্গে হেসে খেলে সময় কাটাচ্ছে, আবার কখনো বন্দুক হাতে বন্দি বানাচ্ছে সেই বাচ্চাদেরই। দ্বৈত চরিত্রে ধরা দেবেন ইয়ামি। কথা হচ্ছে হিন্দি ছবি ‘আ থার্সডে’ (A Thursday) -র।

Yami Gautam
অভিনেত্রী ইয়ামি গৌতম

সম্প্রতি মুক্তি পেল বেহ্জাদ খাম্বাটা পরিচালিত এই ছবির ট্রেলার আর তাতেই কিছুটা এভাবে দেখে গেছে অভিনেত্রী ইয়ামি গৌতমকে, যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। ইয়ামি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।

ট্রেলারের শুরুতেই যা দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে একটি কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষিকা নয়না জয়সওয়াল থুড়ি ইয়ামি গৌতম। তিনি থানায় ফোন করে বলছেন যে কিছু ছাত্র ছাত্রীকে বন্দি বানিয়েছেন, আর তার কথা না শোনা হলে এক এক করে মেরে ফেলবেন ওই শিশুদের। এরপর ইয়ামির সাথে ফোনে কথা বলেন এক মহিলা পুলিশ আধিকারিক, সেই চরিত্রে দেখা যায় অভিনেত্রী নেহা ধুপিয়াকে।

আরও পড়ুনঃ ৬ মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘মিনি’, সামনে এল প্রথম টিজার পোস্টার

‘আ থার্সডে’ ছবিতে ইয়ামি, নেহা ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি এবং করণবীর শর্মা। ছবির ট্রেলারে যা বোঝা গেল এতে রাজনীতিও জড়িয়ে। তবে ইয়ামির আসল উদ্দেশ্য কি তা ঠিক স্পষ্ট নয় ট্রেলারে.. তার জন্য অপেক্ষা মুক্তির। আগামী ১৭ ফেব্রুয়ারি ডিজনি+হটস্টার-এ মুক্তি পাবে ‘আ থার্সডে’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here