নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে লকডাউনে কার্যত স্তব্ধ জনজীবন। আর এই স্তব্ধতার মাঝেই থমকে গিয়েছে কর্ম প্রক্রিয়া। যার ফলে কর্মহারা হয়ে ব্যাপক সংকটে পড়েছে দুঃস্থ পরিবারগুলো। এবার তাই সেই পরিবারগুলির কথা মাথায় রেখে সাহায্য করতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুরাতন বাজারের এক ক্ষুদ্র সবজি বিক্রেতা।
শুধু তাই নয়, অনেক সময় দেখা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ তথা সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তাকে তোয়াক্কা না করেই ক্রেতারা ভিড় জমাচ্ছে বিভিন্ন বাজারে। আর সেই ভিড়ের মধ্যেই করোনা যাতে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য বুধবার আলু, পিঁয়াজ, সহ একাধিক সবজি প্যাকেট করে এলাকার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুনঃ লকডাউন অমান্যকারীদের জন্য কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের
যদিও এই মহৎ কাজ করার পরেও নিজের নাম প্রকাশ করতে চাননি এই সবজি ব্যবসায়ী। তবে তাঁর বক্তব্য, বংশ পরম্পরায় নানান সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত এই ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবার। আর এবার সেই আদর্শকে পাথেয় করেই এগিয়ে এলেন তিনি।
জানা গেছে এদিন শতাধিক পরিবারের হাতে এই সবজির প্যাকেট গুলি তুলে দেন তিনি। এর পাশাপাশি তাঁর এই প্রয়াস দেখে, যথেষ্ট আপ্লুত হয়েছে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584