স্বামী বিচারাধীন বন্দি, প্রেমিককে বিয়ে করে টাকা-গহনা খোয়ালেন স্ত্রী

0
132

খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ

স্বামীর অনুপস্থিতিতে এক মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে মহিলাকে মারধর করে লক্ষাধিক টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল এক বিবাহিত যুবক ।

Woman | newsfront.co
বিচারের আশায়। নিজস্ব চিত্র

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা অন্তর্গত নবীন গ্রাম বাগানপাড়া এলাকায়। জানা যায়, দুই সন্তানের জননী শেফালী বিবির (৩২) স্বামী সরিফুল সেখ ৬ বছর থেকে পানি কেসের( মাদক মামলা) আসামি হয়ে জেল খাটছে।

Marriage papers | newsfront.co
বিবাহের নথি। নিজস্ব চিত্র

এমত অবস্থায় স্বামীর অবর্তমানে বেশ কয়েক বছর থেকে স্থানীয় দুই সন্তানের জনক আনিসুর রহমানের সঙ্গে ওই মহিলার সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় রাত্রে ওই যুবক তার বাড়িতে যেতে থাকে। স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য এক বছর আগে শেফালী বিবি ও আনিসুর রহমান কাউকে না জানিয়ে বিয়ে করেন।

আরও পড়ুনঃ আনন্দপুর কাণ্ডে নির্যাতিতার হবু স্বামীই ধৃত অভিযুক্ত!

কিন্তু গোল বাধে তারপর থেকে । এই বিয়ের বিষয়টি কাউকে না জানানোর জন্য বার বার চাপ দিতে থাকে শেফালী বিবিকে l বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ শেফালী বিবির।

আরও পড়ুনঃ নদী ভাঙনে সর্বস্বান্ত ধানঘড়াবাসী, গ্রামবাসীরা হারাচ্ছে ভিটে – চাষের জমি

গত মাসের ২২ তারিখের পর থেকে ওই মহিলার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আনিসুর রহমান। এরপর বারবার ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ওই যুবকের পরিবার মহিলাকে বিভিন্ন ধরনের কুকথা বলে তাড়িয়ে দেয়।

এরপর ওই মহিলা নিজেদের বিয়ের খবর প্রকাশ্য আনতেই আনিসুরের পরিবার ওই মহিলাকে গতকাল মারধোর করে ও তার বাড়িতে লুটপাট চালায়। এই ঘটনার পর ওই মহিলা আনিসুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে সাগরপাড়া থানায় একটি মামলা দায়ের করে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here