নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আলুর ধসা রোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় মিছিল করে ব্লক অফিসে স্মারকলিপি দিল সিপিআইএমের সারা ভারত কৃষকসভা সংগঠন।
বুধবার সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার গড়বেতা ১ ব্লক কমিটির পক্ষ থেকে বিডিওর কাছে কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। তার আগে মিছিল করে গোটা এলাকায় মিছিল পরিক্রমা করা হয়। এরপর ব্লক অফিসের সামনে এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতা সুনীল অধিকারী।
কৃষকসভার ব্লকের আহবায়ক ক্ষুদিরাম দুলে বলেন, “সরকারের কাছে আমাদের দাবি আলুর ধসায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। উপস্থিত ছিলেন সিপিএম নেতা দিবাকর ভুঁইয়া, সামেদ গায়েন, সরফরাজ খান প্রমুখ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584