মধ্যরাতে রেড রোডে বেসামাল মদ্যপ যুবতী! অর্ধনগ্ন হয়ে নৃত্য, পুলিশকে চড়

0
329

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কলকাতার রাস্তায় মধ্যরাতে মদ্যপ যুবক-যুবতীদের উন্মাদনা সামলানো পুলিশের কাছে নতুন কিছু নয়। কিন্তু মঙ্গলবার রাতে রেড রোডে এক নজিরবিহীন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হল ময়দান থানার পুলিশকে। রাত ১১ টা নাগাদ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাস্তা দিয়ে উন্মাদের মতো এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছেন প্রায় এক অর্ধনগ্ন-মদ্যপ যুবতী। তাকে বাগে আনতে গিয়ে উলটে ঠাটিয়ে চড় খেতে হল পুলিশকেই। শেষ পর্যন্ত প্রায় ৬ টি ভ্যান পুলিশ নিয়ে এসে কোনওরকমে পুলিশের গাড়িতে তোলা ওই তরুণীকে।

Naked women | newsfront.co
ধৃত যুবতী। সংবাদ চিত্র

লকডাউনে এমনিতেই রাতের দিকে কলকাতার রাস্তায় গাড়িঘোড়ার সংখ্যা কমে গিয়েছে। এর মধ্যেই মঙ্গলবার রাতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ জানিয়েছে, বালিগঞ্জের পদ্মপুকুর রোডের বাসিন্দা ওই তরুণী এবং এক পুরুষ বন্ধু রাতে রেড রোডের ধারে বসে মদ্যপান করছিলেন। আচমকা অতিরিক্ত মদ্যপান করতে করতে বেসামাল হয়ে পড়েন ওই তরুণী। জামা কাপড় খুলে উন্মত্ত নৃত্য শুরু করেন। অনেক বুঝিয়েও সামলাতে না পেরে সঙ্গী ওই যুবক চম্পট দেন। পুলিশ সিসিটিভিতে তা পরে দেখতে পেয়েছে।

Police van | newsfront.co
সংবাদ চিত্র

ইতিমধ্যে খিদিরপুর থেকে রাজাবাজারে ফিরছিলেন এক ব্যক্তি। তিনি ওই তরুণীর অবস্থা দেখে গোটা বিষয়টি অনুধাবন করে পুলিশকে খবর দেন। প্রথমে পুলিশ জানতে পারে, ফোর্ট উইলিয়ামের দক্ষিণ দিকের গেটের কাছে দেখা গিয়েছে ওই তরুণীকে। কিন্তু সেখানে তাঁকে না পেয়ে শেষে অনেক খোঁজাখুঁজির পর তাঁর হদিশ মিলল মেয়ো এবং রেড রোডের সংযোগস্থলে পুলিশ মেমোরিয়াল স্ট্যাচুর কাছে। দেখেন তরুণীর পরনে নীল রংয়ের ট্রাউজার, কিন্তু উর্ধাঙ্গে কিছু নেই।

আরও পড়ুনঃ টালিগঞ্জ থানায় হঠাৎ করোনা রোগী ঢুকে পড়ায় ছড়াল আতঙ্ক

কিন্তু খুঁজে পেলেও তাকে বাগে আনতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকর্মীদের। অতিরিক্ত পুলিশের গাড়ি চেয়ে পাঠানো হয়।শেষমেশ কন্ট্রোল রুমে ফোন করলে মহিলা কনস্টেবল-সহ ছ’টি পুলিশের গাড়ি পৌঁছায় রেড রোডে। এর মধ্যেই তাকে জামা দেওয়ার চেষ্টা করায় এক পুলিশকর্মীকে সপাটে চড় মেরে বসেন ওই মদ্যপ তরুণী। তারপর রীতিমতো লড়াই করে যুবতীকে গাড়িতে তোলেন মহিলা পুলিশ কর্মীরা।

পরিস্থিতি সামাল দিতে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই যুবতী বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। তখন জানতে পারেন, পাড়ারই এক যুবকের সঙ্গে বিকেলে দেখা গিয়েছে ওই যুবতীকে। ইতিমধ্যে বুধবার সকালের দিকে পুলিশের কাছে হাজির হন দুই যুবক। তাঁদের এক জন বোনের খোঁজ করছিলেন। শেষে ওই দুই যুবকের এক জন ওই যুবতীকে নিজের বোন বলে চিহ্নিত করেন।

জানা যায়, ভবানীপুর এলাকার ওই তরুণী একটি কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। মা-দাদার কাছে থাকেন। যুবতীর ভাই জানান, তাঁর দিদিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর সঙ্গে পুরুষ সঙ্গী কে ছিলেন এবং কেন ওই যুবক তাকে ছেড়ে পালিয়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তরুণীর কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে কি না বা কার কোনও মানসিক সমস্যা আছে কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here