নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রশাসনের নির্দেশ মত প্রায় সাড়ে তিন মাস পর মালদহে খুলল আধার সেবা কেন্দ্র। জানা গিয়েছে, করোনা ভাইরাসের জেরে আপাতত প্রতিদিন ৫০ জন গ্রাহক আধার কার্ডের ভুল সংশোধন এবং নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন। যাঁরা প্রথমে লাইনে দাঁড়াবেন তাদের মধ্যে থেকে ৫০ জন গ্রাহককে কুপন দেওয়া হবে।
আরও পড়ুনঃ বৃক্ষরোপণের মাধ্যমে শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন বিজেপির
গ্রাহকদের সুবিধার জন্য মালদহ জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচতলায় খোলা হয়েছিল আধার সেবা কেন্দ্র। কিন্তু করোনা ভাইরাসের জেরে বন্ধ রাখা হয়েছিল।
প্রায় সাড়ে তিন মাস পর জেলা প্রশাসনের নির্দেশ মতো সোমবার থেকে খুলে দেওয়া হলো আধার সেবা কেন্দ্র। তবে সেবাকেন্দ্রে আশা গ্রাহকদের থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশন করা হচ্ছে। তারপরই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে তাদের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584