শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
পাঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে আম আদমি পার্টি (আপ)। এর জের ধরে রবিবার বিকেলে কলকাতার রাজপথে আনন্দ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকেরা। এর মধ্য দিয়ে আপ জানান দেওয়ার চেষ্টা করেছে, আগামীতে দলটির লক্ষ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুঁটি মজবুত করা। দলীয় প্রতীক ঝাড়ু নিয়ে কলকাতার রাজপথে মিছিল করে আপের কর্মী সমর্থকেরা। মিছিলটি শুরু হয় গিরীশ পার্ক থেকে। শেষ হয় ধর্মতলায় গিয়ে। মিছিলে প্রচুর মানুষের সমাগম হয়। এ সময় তাঁরা পশ্চিমবঙ্গে স্বচ্ছ রাজনীতি ও উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে শ্লোগান দেন।
রাজধানী দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। দলটির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বাইরে এবারই প্রথম পাঞ্জাবে বড় জয় পেল দলটি। পাঞ্জাবের নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে আপের এ জয় নজিরবিহীন। পাঞ্জাবে জয়ের পর দলটি এখন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে নজর দিতে চাইছে।
The largest ever Rally in #Kolkata by @AamAadmiParty. Hundreds gathered at the #Thanksgiving rally at a short notice of @AamAadmiPartyWB is overwhelming. We will move from here on to every corner of Bengal like wild fire.
Long live Revolution. pic.twitter.com/0T9XVR517P— SANJOY BASU (@sanjoybasu1) March 13, 2022
আরও পড়ুনঃ লখিমপুর খেরির পুনরাবৃত্তি! পুলিশকর্মী সহ ২৩ জনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন বিজেডি বিধায়ক
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপ জানে পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায় থাকলেও তৃণমূল বিরোধী অনেক নেতা রাজ্যের রাজনীতিতে সক্রিয়। তাঁদের অবস্থান বুঝে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশের জন্য রবিবার কলকাতায় শোডাউন করেছে দলটি। মূলত কলকাতা তথা পশ্চিবঙ্গবাসীকে নিজেদের আগমন বার্তা জানান দেওয়াই ছিল এ মিছিলের উদ্দেশ্য।
আরও পড়ুনঃ পঞ্চনদীর তীরে জয়জয়কার কেজরিওয়ালের আম আদমি পার্টির, অন্তরালে কি কারণ!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584