স্বাধীনতা দিবসে স্কুলে উত্তোলিত উল্টো জাতীয় পতাকা

0
227

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

নাচ গানের মধ্যে রাজ্যজুড়ে ঢাকঢোল পিটিয়ে চলেছে স্বাধীনতা উদযাপন৷ কতো আয়োজন৷এত আয়োজনের মধ্যে একটু আধটু ভুলভ্রান্তি না হলেই নয়৷সবদিক কী আর সামলানো যায়৷ফলে, জাতীয় পতাকা উল্টে গেলে ক্ষতি কী?এতো প্রতিবছরের ঘটনা৷

উড়ছে উলটো পতাকা।নিজস্ব চিত্র

সত্যিই! আজও জাতীয় পতাকার মর্যাদা দিতে শিখলেন না সরকারি দফতরের ভারপ্রাপ্তরায়৷৭২তম স্বাধীনতা দিবসের দিনেও চূড়ান্ত উদাসীনতার নজির গড়তে দেখা গেলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে৷বুধবার সকালে চাঁদাবিলা ২ নং গ্রাম পঞ্চায়েতের নাডদা প্রথমিক বিদ্যালয়ে উলটো ভাবে টাঙানো অবস্থায় জাতীয় পতাকাকে দেখতে পান স্থানীয়রা। এরপর,সারা রাত্রি পার হয়ে গেলেও স্কুলের পতাকা নামেনি এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা পরের দিন স্কুলে ঢুকতে বাধা দেয় শিক্ষকদের এবং প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here