পিয়ালী দাস, বীরভূমঃ
নিজের গাড়িতে চাপা পড়েই মৃত্যু হল চালকের। ঘটনাটি বীরভূম জেলার বোলপুরের। মৃতের নাম জয়রাম হাজরা(৩৯)। তিনি স্থানীয় বেড়াগ্রাম এলাকার বাসিন্দা। গাড়ির ধাক্কায় প্রথমে গুরুতর আহত হন জয়রামবাবু। তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সংবাদ মাধ্যমের হাতে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে গতকাল বোলপুরের শ্রীনিকেতন নিয়ন্ত্রিত বাজার সমিতির অফিসে আসেন জয়রামবাবু। ইঞ্জিন চালু রেখেই রাস্তার উপর গাড়িটি দাঁড় করিয়ে অফিসের বড় গেট খুলতে নামেন তিনি। রাস্তাটি অফিসের দিকে কিছুটা ঢালু। ইঞ্জিন চালু থাকায় ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে আসতে থাকে গাড়িটি। দেখতে পেয়ে তিনি নিজেই ছুটে গাড়ির কাছে যান। নিয়ন্ত্রণের চেষ্টাও করেন। কিন্তু, চলন্ত গাড়ির দরজা খুলতে গিয়ে আঘাত পান। তিনি পড়ে যান। এরপর গাড়িটি আরও বেশি গতিতে অফিসের ভিতর ঢুকে পড়ে। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন চালক।
অফিস থেকে বেরিয়ে আসেন জয়রামবাবুর কয়েকজন সহকর্মী। সঙ্গে সঙ্গেই তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। জয়রামবাবুর মৃত্যুর খবর পাওয়ার পরই নিয়ন্ত্রিত বাজার সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।সিসিটিভি ফুটেজসহ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে, চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584