ঘাটালে ‘দিদির দূত’ কর্মসূচি, নেতৃত্বে অভিষেক

0
166

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপির পরিবর্তন যাত্রার জবাবে জেলায় জেলায় ‘দিদির দূত’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। বিধানসভা নির্বাচন সামনে রেখে এই জনসংযোগ অভিযানের নেতৃত্বে রয়েছেন যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abhishek banerjee | newsfront.co
রোড শো ৷ নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুরের মহকুমা সদর ঘাটালে ‘দিদির দূত’ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে । আর ভোটের দিন ঘোষণা হতেই উদ্যমের সাথে প্রচার শুরু করে দিল তৃণমূল। নির্বাচনের দিন ঘোষণার পরের দিনই মেদিনীপুরের ঘাটালে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

tmc members | newsfront.co
রোড শো ৷ নিজস্ব চিত্র

ইতিমধ্যে বাংলার ২৯৪টি আসনে পরিবর্তন যাত্রা করছে বিজেপি।আজ মেদিনীপুর ঘাটালে রোড শো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে এটাই প্রথম অভিষেকের রাজনৈতিক কর্মসূচি।পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করা হয় ।

আরও পড়ুনঃ ২-৩ মার্চ কলকাতায় অমিত শাহ

প্রায় সাড়ে চার কিলোমিটার রোড শো করেন অভিষেক। দিদির দূত তথা ভ্যানে করে এলাকায় ঘুরছেন অভিষেক। কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই রোড শোয়ে। ফলে বারবার থমকে যেতে হয়েছে দিদির দূত কে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here