নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন অভিষেক চট্টোপাধ্যায়

0
726

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণে লন্ডন থেকে নিজের মুলুকে ফিরেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ফেরার পর তাঁর কোয়ারেন্টাইনে না থাকা এবং মঠে গিয়ে বক্তৃতা দেওয়ার কথাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে সংবাদ মাধ্যম সহ অন্যান্য মহলেও। সমালোচকদের হরেক রকমের মন্তব্য নস্যাৎ করে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন নিজের বক্তব্য জানিয়ে।

abhishek chatterjee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ভিডিওতে অভিনেতা জানিয়েছেন যে তিনি আগামী ৩১ মার্চ অবধি নিজেকে গৃহবন্দি রাখবেন। তিনি এবং তাঁর স্ত্রী এবং মেয়ে তিনজনই সুস্থ। এয়ারপোর্টে তাঁর পরীক্ষার পর জানা যায় তাঁর শরীরে থাবা বসায়নি ‘করোনা’। সেই প্রমাণহেতু তাঁকে মেডিক্যাল সার্টিফিকেট’ও দেওয়া হয়। এমনকী তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতা ফেরার পর অন্য কোথাও যাননি। সোজা ফিরেছেন নিজের ঘরে।

আরও পড়ুনঃ করোনার কবলে কণ্ঠশিল্পী

নিজেকে চোখে চোখে রাখতে এখন তিনি গৃহবন্দি সর্বোপরি কোয়ারেন্টাইনে রয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা কথা প্রচারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা।

ক্ষণে ক্ষণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই সকলকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এমনকী নিজেও সরকারের সব আদেশ মেনে চলবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here