নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বলয় ও বনবস্তি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠলেন তাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজোর আনন্দে। ফালাকাটা ব্লকের তাসাটি ও দলগাঁও চা বাগানে আয়োজিত হল করম পুজো। আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব করম পুজো।
আরও পড়ুনঃ কোভিড সতর্কতা মেনে পালিত হল করম পুজো
এটি মূলত প্রকৃতির পুজো। ধামসা মাদলের তালে নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে সারারাত ব্যাপী চলে করম পুজো। এদিন তাসাটি চা বাগানের করম পুজা কমিটির সম্পাদক সাহাদুর কুজুর জানান, “সন্ধ্যায় শুরু হয় মূল পুজো। মূলত প্রকৃতিকে সন্তুষ্ট রাখতেই এই পুজোর আয়োজন।
প্রকৃতিই মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এছাড়া এই পুজোর মধ্য দিয়ে বোনেরা দাদা ও ভাইদের মঙ্গল কামনা করে।” তিনি জানান রবিবার সকালেই নদীতে করম বিসর্জন দেওয়া হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584