পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের

0
33

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

aboriginal community | newsfront.co
নিজস্ব চিত্র

গতকালের ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনার কর্মী-সমর্থকরা। গতকাল দক্ষিণ দিনাজপুরের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় সংগঠনের প্রাক্তন সভাপতি বাবুলাল মুর্মু ও তার অনুগামীরা নতুন কমিটির সভাপতি আশিস মুর্মু ও অন্যান্য সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে শতাব্দী প্রাচীন বটগাছ ভূপতিত

ঘটনায় প্রায় ১০ জন আহত হয়। চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মারধরের ঘটনায় ওই গ্রামে চুনুয়া ওঁরাও নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ।

এই ঘটনায় বংশীহারী থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে এই অভিযোগ নিয়ে দোষীদের শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে ওই আদিবাসী সংগঠনের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ জেলা থেকে আসা ভারত জাকাত মাঝি পরগনার কর্মী-সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here