ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবিটিএ

0
77

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ABTA in protest of intern teacher recruitment
নিজস্ব চিত্র

ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিরুদ্ধে পথে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলার এবিটিএ সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।রাজ‍্যের বিদ্যালয়গুলিতে মাসিক ২০০০ ও ২৫০০ টাকা বেতনে ইন্টার্ন শিক্ষক নিয়োগের চেষ্টা করছে রাজ‍্য সরকার।এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। ইন্টার্ন শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবং শূন্য পদে অবিলম্বে এস এস সির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে শনিবার সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবিটিএর উদ্যোগে।

আরও পড়ুন: জোর কদমে গাছ কেটে চলছে গৌরাঙ্গ সেতু রেলগেটে ওভারব্রিজের কাজ

মিছিল থেকে দাবি ওঠে হয় এনসিটিইর নিয়ম মেনে ৩০:১ অনুপাতে অবিলম্বে সমস্ত শূন্য পদে এস এস সির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন এবিটিএর রবীন্দ্রনগর স্থিত জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড়, বিদ‍্যাসাগর মোড়, গান্ধী মোড়,পঞ্চুরচক, গোলকুঁয়ার চক হয়ে পুনরায় জেলা কেন্দ্রে শেষ হয়। এবিটিএ’র শতাধিক কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন বলে সংগঠনের তরফে দাবি করা হয়। মিছিলে নেতৃত্ব দেন এবিটিএর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,সদর মহকুমা সভানেত্রী সবিতা মান্না সহ অন্যান্য জেলা ও মহকুমা নেতৃবৃন্দ।

ABTA in protest of intern teacher recruitment
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here