মেদিনীপুরে এবিটিএ’র কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠান

0
58

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সংগঠনের ভিত্তিকে আরো মজবুত ও প্রসারিত করার লক্ষ্য সামনে রেখে গঠিত হলো এবিটিএ সদর মহকুমা শাখার সম্পাদকন্ডলী।সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের ঠিক পরের সভায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর সদর মহকুমা শাখার কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হলো রবিবার।এদিন সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী সম্পাদক শক্তি প্রসাদ মিত্রের প্রস্তাবক্রমে সর্বসম্মত ভাবে সভানেত্রী হিসেবে সবিতা মান্না, সম্পাদক হিসেবে জগন্নাথ খান ও কোষাধ্যক্ষ হিসেবে জহরলাল বেরা নির্বাচিত হন।

নিজস্ব চিত্র

এঁরা সহ মোট ৯ জনের সম্পাদকমণ্ডলীতে রয়েছেন সুরেশ পড়িয়া,মদনমোহন কুন্ডু,শ‍্যামল ঘোষ,উত্তম মান্না,পল্লব সরকার,প্রণব হড় প্রমুখ শিক্ষক নেতৃত্ব।উল্লেখ্য গত ২রা অক্টোবর কর্মচারী ভবনে সদর মহকুমা শাখার নবম ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চ থেকে ২o জনের নতুন কমিটি গঠিত হয়েছে।এদিনের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী মহকুমা সভাপতি নির্মল কুমার প্রামাণিক।এদিনের সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া ,জেলা কোষাধ্যক্ষ সত‍্যকিংকর হাজরা প্রমুখ।

আরও পড়ুনঃ তৃণমূলের উন্নয়ন নিয়ে কটাক্ষ করলেন ক্ষিতি গোস্বামী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here