নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কর্মকর্তা নির্বাচন হল রবিবার(৯ই ডিসেম্বর,২০১৮)। উল্লেখ্য গত ১৭-১৮ নভেম্বর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ৯ম ত্রিবার্ষিক সম্মেলন থেকে ৫৫ জনের জেলা কাউন্সিল গঠিত হয়।সমিতির গঠনতন্ত্র অনুসারে সম্মেলনের ৩০ দিনের মধ্যেই নির্বাচিত ৫৫ জনের প্রথম সভায় কর্মকর্তা নির্বাচন করা হল।এদিন সংগঠনের জেলা দফতর গোলোকপতি ভবনে আয়োজিত সভায় সর্ব্বসম্মতিক্রমে সম্পাদক পদে পুনরায় র্নিবাচিত হয়েছেন বিপদতারন ঘোষ,এছাড়াও সভাপতি পদে বিকাশ পট্টনায়েক,কোষাধ্যক্ষ পদে সত্যকিংকর হাজরা,সহ সভাপতি পদে সুবীর সিনহা,ড.সুধাপদ বসু,সুমন ঘোষ এবং সহ সম্পাদক পদে মৃনালকান্তি নন্দ,জগন্নাথ খান ও কৃষ্ণা সর্দার সর্ব্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন।এই ন’জনকে নিয়ে জেলা সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে।এছাড়াও ১১জনের কার্যকরী কমিটি নির্বাচিত হয়।আগামী তিন বছরের জন্য এই কমিটিগুলি সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার যাবতীয় কাজকর্ম পরিচালনায় নেতৃত্ব প্রদান করবে।

আরও পড়ুন: বাঁচতে চেয়ে সাহায্য প্রার্থনা অলিপুরদুয়ারের অর্চিতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584