নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে আবাস যোজনার টাকা নিয়ে বারংবার অভিযোগ উঠে আসছে কিছু অসাধু ব্যক্তির নামে। আজ জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবু তাহের খান জানান, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাংলা আবাস যোজনায় যাতে সবাই সুষ্ঠু ভাবে ঘর পায় সেদিকে নজর দিতে। কিন্তু বিভিন্ন এলাকায় অভিযোগ উঠছে, অনেকেই ঘরের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন আবার যাদের পাকা বাড়ি আছে তারাও টাকা পেয়ে যাচ্ছে।
এবার সেদিকে কঠোর ভাবে নজর দেওয়া হবে জানিয়েছেন তৃনমূল জেলা সভাপতি আবু তাহের খান। সেই বিষয়ে প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি জানান, কিছু কিছু মানুষ ঘর পাইয়ে দেওয়ার নামে ২০ থেকে ৩০ হাজার টাকা দাবি করছেন, এমনও অভিযোগ উঠছে।
আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত মেম্বারদের তৃণমূলে যোগদান জেলা সভাপতি আবু তাহের খানের হাত ধরে
তিনি এদিন পরিষ্কার জানিয়েদেন, এই রকম লিখিত অভিযোগ পেলে দলীয় তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেইসঙ্গে কিছু সরকারি কর্মীদের নামও উঠে আসছে সেগুলি নজরে রাখা হবে। আর অভিযোগের ভিত্তিতে প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘর নামে কেউ যদি টাকা চায় সেটি যেন লিখিতভাবে জানানো হয়, জানান আবু তাহের খান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584