ভাষা শহিদ আবুল বরকতের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন কান্দি ভাষা কমিটির

0
57

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

গোটা ভারতবর্ষ যখন সাইমন কমিশনের বিরোধিতায় উত্তাল, সেই সময় মুর্শিদাবাদ জেলায়  ১৯২৭ সালের ১৬ জুন অধুনা ভরতপুর থানার অন্তর্গত সালারের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন ভাষা শহিদ আবুল বরকত। এদিন তাঁর জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয় কান্দি কলেজ শিক্ষক ছাত্র এবং ভাষা কমিটির পক্ষ থেকে। মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজে তাঁর মূর্তিতে মাল্যদান করে বিশেষ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ করা হয় আবুল বরকতকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কান্দি রাজ কলেজের অধ্যক্ষা সোমা দত্ত, অধ্যাপক সুস্মিত ঠাকুর, এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভায় পুর পিতা জয়দেব ঘটক।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আবারও ভিন দেশে কাজে গিয়ে মৃত মুর্শিদাবাদের খড়গ্রামের এক যুবক

উল্লেখ্য বাংলা ভাষার দাবিতে ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় ছাত্ররা এবং ২১ ফেব্রুয়ারি সরকার ১৪৪ ধারা বহাল রাখলে মানুষ তার বিরুদ্ধে হরতালের ডাক দেয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে রফিক, সালাম, বরকত প্রমুখরা মিছিল নিয়ে এগিয়ে আসে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণ পর্যন্ত আর সেখানেই পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে। তারপর পাকিস্তানি পুলিশের গুলিতে মৃত্যু হয় আবুল বরকতের। ভাষা শহিদ হিসাবে এপার বাংলা আজও গর্ববোধ করে তাঁর জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here