জলঙ্গি বিডিও র উদ্যোগে সম্প্রীতি সভা ব্লক অফিসে

0
44

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

বিজেপি মুখপাত্র নুপুর শর্মা(প্রাক্তন)-র মন্তব্যের জেরে যে হারে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই রেশ মুর্শিদাবাদ জেলা কিছুটা পড়লেও জলঙ্গী ব্লকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আর সেই অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেই বার্তা  রেখে জলঙ্গী বিডিও শোভন দাসের উদ্যোগে সাগর পাড়া ও জলঙ্গী থানার ওসি সহ সি আই ও ব্লকের মাওলানা থেকে রাজনৈতিক দলের নেতা ,জনপ্রতিনিধি ,বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দের নিয়ে ব্লক এলাকায় শান্তির বার্তা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে ব্লকের সভাঘরে সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন। সম্প্রীতির সভা থেকে এলাকার মাওলানা, বিশিষ্ট সমাজসেবী সহ জনপ্রতিনিধিদের কাছে বিশেষে বার্তা যে তাদের নিজ নিজ এলাকায় সাধারণ মানুষ কে যেনো বোঝায়।কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে কেও যেনো না জড়িয়ে পড়েন সেই আবেদন করেন বিডিও শোভন দাস। একই ভাবে জলঙ্গী থানার ওসি সৌম্য দে ও সাগর পাড়া থানার ওসি বিশ্বজিৎ হালদার বলেন যে ব্লকের মানুষ একশো শতাংশ সহযোগিতার ফল হিসেবে আমরা এখনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। তার জন্য ব্লক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে ধন্যবাদ জানান।

নিজস্ব চিত্র

মাওলানা আনারুল ইসলাম বলেন যে  আমাদের ব্লক সম্প্রীতির ব্লক এখানে হিন্দু এলাকায় মহরম হয়,মুসলিম এলাকায় রথ হয়। আমরা হিন্দু  মুসলিম বৌদ্ধ সব ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করি। সাগর পাড়া ও ভাদূরিয়া পাড়া  বাজার কমিটির সম্পাদকরা বলেন যে হিন্দুর দোকানে মুসলিম বাজার করেন,  মুসলিম দোকানে হিন্দুরা বাজার করেন । এখানে আমাদের সকলে সকলের সঙ্গে মিলেমিশে থাকেন  আর আগামী দিনে এই সম্প্রীতির বাতাবরণ আগামীদিনেও থাকবে।

আরও পড়ুনঃ ভাষা শহিদ আবুল বরকতের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন কান্দি ভাষা কমিটির

ডোমকল সি আই প্রসূন খাঁ বলেন বর্তমানে যে পরিস্থিতি সেই দিকে তাকিয়ে এখন সোশ্যাল মিডিয়া তে কোনো ধর্মীয় পোস্ট না করাই ভালো।আর কেও যদি কোনো পোস্ট করেন সেই পোস্ট নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে ,প্রয়োজনে পুলিশ বা বিডিও কে জানাবেন । মোহিত কুমার দেবনাথ বলেন যে জলঙ্গীতে পূজো বা রথে নেতৃত্ব দেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।আব্দুর রাজ্জাক বলেন বিজেপির এই মন্তব্যের ফলে যেভাবে আন্দোলন শুরু হয়েছিল যদি মসজিদের ইমামরা যেভাবে নামাজের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ কে বুঝিয়েছেন  তার  জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই । সকলে মিলে যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here