নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তির ফি মকুবের দাবিতে আন্দোলন নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এই সঙ্কটের সময়ে দুঃস্থ ছাত্রছাত্রীরা ভর্তি ফি পাবে কোথায়, এই প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অলআউট আন্দোলনে নামল গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি।
অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি ফি ১০০ শতাংশ মকুব করতে হবে, এই দাবি তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি ই-মেল করেছে এবিভিপি। তার প্রতিলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারকেও। এবার প্রশাসনিক স্তরের পাশাপাশি পথেও নামলেন এবিভিপি সদস্যরা।
আরও পড়ুনঃ মাস্ক পরা অভ্যাস করাতে কড়া দাওয়াই পুলিশের
এবিভিপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ছাত্ররা এদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে দীর্ঘক্ষণ অবস্থান করে বিক্ষোভ দেখান। আগামী ৭২ ঘন্টার মধ্যে ফি মকুব না হলে বিশ্ববিদ্যালয়ের গেটে প্রয়োজনে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছে এবিভিপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584