মাস্ক পরা অভ্যাস করাতে কড়া দাওয়াই পুলিশের

0
263

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

সরকারি নিয়ম মেনে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। আর সেই সব মানুষদের হুশ ফেরাতে তৎপর হল মালদহের চাঁচল থানার পুলিশ প্রশাসন।

mask must | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার চাঁচল শহরজুড়ে অভিযানে নামে চাঁচল থানার পুলিশ। লকডাউন ভুলে গিয়ে যারা মুখে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তাদের প্রতি কড়া হল পুলিশ। মানুষদের সচেতন করতে এদিন চাঁচল শান্তি মোড়ে পুলিশের মৃদু লাঠিচার্জ করে।

আরও পড়ুনঃ ৬ দফা দাবিতে মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি

এদিকে মালদায় হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। জেলায় করোনা আক্রান্তদের সংখ্যা দিন দিন যেভাবে বেড়েই চলেছে, তাতে উদ্বেগে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তারাও। পুলিশের তরফে জানা গিয়েছে, যারা বিনা মাস্কে রাস্তায় চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here