নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর সবং ১০নং ভেমুয়া অঞ্চলে তৃনমূল গোষ্ঠী দ্বন্দ্বে ভাঙল তৃণমূল কংগ্রেস কার্যালয়।এরই প্রতিবাদে রাস্তা অবরোধ তৃণমূলের।২০০৯ সালে গ্রাম নগর উন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী উদ্বোধন করা দলীয় কার্যালয়ে থাবা বসালো অন্য গোষ্ঠীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ভেমুয়া অঞ্চল সভাপতি প্রকাশ মাইতির অভিযোগ গতকাল রাতে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মানস ভূঞা অনুগামী রাজীবের নেতৃত্বে ভাঙা হয় পার্টি অফিস।এরই প্রতিবাদে সারাদিন ধরে রাস্তা অবরোধে বসেছে অমূল্য মাইতির অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা।তাঁদের দাবি যতক্ষন দোষীরা গ্রেফতার না হবে তাদের প্রতিবাদ চলবে।অপরদিকে মানস অনুগামী ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তরুণ মিশ্র বলেন “এই অভিযোগ সম্পূর্ণ ভাবে মিথ্যা ওঁরা করে আমাদের নামে দোষ চাপাচ্ছে।” ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনা স্থলে গেছে সবং থানার পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূলের পার্টি অফিসে আগুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584