বর্ধমানে ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী ক্ষুব্ধ জনতা ফেটে পড়ে ক্ষোভে

0
170

শ্যামল রায়,বর্ধমানঃ

শুক্রবার দুপুরে বর্ধমান শহরের বর্ধমান-কাটোয়া রোডে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরোহীর নাম নুরুল ইসলাম বয়স৬০। বাড়ি ভাতার থানার অন্তর্গত ভরতপুর গ্রামে।
জানা গিয়েছে যে এদিন বর্ধমান কাটোয়া রোডে মাল বোঝাই একটি ডাম্পার বর্ধমান শহরের দিকে আসছিল। আর সেই সময় বর্ধমান শহর থেকে ভাতারের দিকে বাইকে চেপে যাচ্ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারালে বাইক আরোহীর সাথে পিছনে প্রচন্ডবেগে ধাক্কা লাগে। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।

এই বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজিত জনতা রাস্তা অবরোধের নামে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ক্ষোভের আগুনে জ্বলছে গাড়ি।নিজস্ব চিত্র

এছাড়াও রাস্তা সম্প্রসারণ এর কাজে ব্যবহৃত দুটি জেসিপি তেও উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বর্ধমান থানার পুলিশ।
মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নাই বর্ধমানের খেতিয়া এলাকা। পরিশেষে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here