নদিয়ার তেহট্টের পি. ডব্লিউ.ডি. মোড়ের কাছে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় আট জনের প্রাণ হারিয়েছে। তরণীপুর দিকে বাসটি যখন আসছিল সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজলিতে পড়ে যায়।আটজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চলছে উদ্ধারকাজ।
মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহত ৮০জন যাত্রীরা নিকটবর্তী তেহট্ট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।মৃত ব্যক্তিদের বেশকিছু জনের পরিচয় জানাগেছে ।
তেহট্ট ১নম্বর পন্চায়েত সমিত দ্বারা প্রকাশিত মৃতদের নামের তালিকা।
মৃতরা হলেন বিশাখা হালদার – তরণীপুর পিতা ভরত চন্দ্র,
খুশি হালদার চাঁদেরঘাট পিতা অনুপ হালদার,
স্থানীয় বাসিন্দার অভিযোগ অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া ভাবে গাড়ী চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে।এই বাসের ছাদে কিছু ছাত্র তরণীপুর স্কুল মাঠে খেলতে যাচ্ছিল।তবে কোন ছাত্রের মৃত্যু হয়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584