ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূর্নীতির প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর বিজেপির

0
65

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Accusation of assault tmc worker against bjp | newsfront.co
নিজস্ব চিত্র

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি তুলে প্রতিবাদে সরব তৃণমূল।গেটে তালা লাগিয়ে বিক্ষোভ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বড়কলঙ্কাই হাইস্কুলে।সেই সময় ঘটনাস্থলে আসে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক।উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডা মারধর।

Ganesh Maity | newsfront.co
গণেশ মাইতি,স্থানীয় তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

এলাকার তৃণমূল নেতা গণেশ মাইতি বলেন,বেশ কিছু দিন ধরে বিজেপির কিছু গুণ্ডাবাহিনী মাঝেমধ্যেই স্কুলে গিয়ে স্কুলের শিক্ষকদের ধমক দিতেন।এরপরে ছাত্র ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ত।আজকে যখন ওই স্কুলে কিছু অভিভাবক সেই ব্যাপারে জানতে চাইলে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তাদের উপর চড়াও হয় এবং বাঁশ লাঠি ও রড দিয়ে মারধর করে।তিনি আরও বলেন গায়ের জোরে এলাকা দখল করতে চাইছে বিজেপি।

Rabindranath bera | newsfront.co
রবীন্দ্রনাথ বেরা,আক্রান্ত তৃণমূল কর্মী অভিভাবক।নিজস্ব চিত্র

অন্যদিকে আক্রান্ত রবীন্দ্রনাথ বেরা জানান,আমার ছেলে ওই স্কুলের ছাত্র,বর্তমান যা স্কুলের পরিস্থিতি সেক্ষেত্রে আমাদের ছেলেরা স্কুলে যেতে পারবে বা পড়াশোনা ঠিকঠাক হবে কি না,সেই বিষয়ে শিক্ষকদের কাছে জানতে গেলে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী আমার উপর চড়াও হয় এবং মারধর করে।

আরও পড়ুনঃ জুতোর বরাত ঘিরে বেনিয়মের অভিযোগ, জনস্বার্থ মামলার হুমকি

Accusation of assault tmc worker against bjp | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও পুরো ব্যাপারটা অস্বীকার করেছে বিজেপি।

ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।এই মুহূর্তে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here