ডাইনি অপবাদে আদিবাসী পরিবারকে আক্রমণের অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে

0
229

পিয়ালী দাস, বীরভূমঃ

ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী পরিবারকে মারধর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার চরিচা গ্রাম পঞ্চায়েতের কদমহির গ্রামে। ঘটনায় আক্রান্ত পরিবারের পক্ষ থেকে পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সকলেই বিজেপির কর্মী-সমর্থক যদিও তাদের উপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
সরস্বতী মুর্মু, নীলমণি মুর্মু , সুনদি মুর্মু দেরকে ডাইনী অপবাদ দিয়ে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য অমল মুর্মুর ও তার অনুগামীদের বিরুদ্ধে । পাশাপাশি শুক্রবার আক্রান্ত পরিবারের তিনটি সাইকেল পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিরা । গত বৃহস্পতিবার রাতে বিজেপি সমর্থকরা তৃণমূলের সমর্থকদের ওপর ডাইনি অপবাদ দিয়ে হামলা চালায় ।ঘটনায় আহত আটজন। সকলেই মহঃ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ।

নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গ্রামে এক যুবক স্বপন মুর্মুর (২৭) মৃত্যু হয়। এক মাস আগে তিনি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। বর্তমানে যার দায় বর্তায় ওই সমস্ত মহিলাদের উপর। তারপর বৃহস্পতিবার রাতে এই পরিবারের উপর হামলা চালায় বিজেপি সমর্থকরা বলে অভিযোগ। শুক্রবার আক্তান্ত পরিবার মহম্মদ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত পরিবারের সদস্য বিজলি মুর্মু বলেন পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তার জন্য ওদের কয়েকজনকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করেছে বিজেপির সমর্থকরা। বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল বলেন, শুধুমাত্র বিজেপি করার অপরাধে এই সমস্ত মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, পুলিশ এ বিষয়ে চক্রান্ত করছে। যেহেতু মহম্মদ বাজার এলাকায় বিজেপির সংগঠন বর্তমানের খুব ভালো। তাই যেনতেন প্রকারে বিজেপি কর্মী সমর্থকদের জেলে ভরে সংগঠন ভাঙার চেষ্টা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here