বিজেপি কর্মীদের মারধর,অভিযোগের তীর তৃনমূলের দিকে

0
66

মনিরুল হক,কোচবিহারঃ

Accusation of beating bjp workers against tmc
নিজস্ব চিত্র

বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মাথাভাঙ্গায়।অভিযোগ, বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা শহরের দুই ও চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানোর কাজ করছিলেন বিজেপির মজদুর ইউনিয়নের সদস্যরা। সেই সময়ই তৃনমূল কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের কিছু দুষ্কৃতী হঠাৎই এসে তাদের ওপর চড়াও হয়।এরপরই ওই তৃনমূলের কর্মী সমর্থকরা তিন থেকে চারজন বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ।

Accusation of beating bjp workers against tmc
ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র

বিজেপির ট্রেড ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি রঞ্জিত বর্মন অভিযোগ করে বলেন, “তৃনমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্তের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল আমাদের কর্মী সমর্থকরা যখন পতাকা লাগাচ্ছিল সেই সময় এসে তাদের ওপর হামলা চালায়।চারজনকে বেধড়ক মারধর করে।

Accusation of beating bjp workers against tmc
নিজস্ব চিত্র

পুলিশকে বার বার জানানো হলেও কোনও রকম সুরাহা হয়নি।এই মাসের প্রথম দিকে সারা রাজ্য জুড়ে বিজেপির বাইক মিছিল আয়োজিত হয়। সেই মতো আমরা যখন বাইক মিছিল করে মাথাভাঙ্গা শহরের ওপর দিয়ে যাচ্ছিলাম সেই সময় পুলিশের সামনেই তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়।তখন পুলিশ কার্যত নীরব দর্শকের ভুমিকা গ্রহণ করে। এবারে যদি পুলিশ প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ না করে তাহলে আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।” ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মাথাভাঙ্গা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ সিপিএম প্রার্থীর মিছিলে হামলা, আহত এক

বিজেপি নেতৃত্ব অভিযোগ করে বলেন, ওই ঘটনায় বিজেপির তিন জন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের নাম রাজকুমার মুন্সী, মহেন্দ্র প্রামাণিক, কৌশিক বর্মনকে মারধর করা হয়। যদিও তৃনমূল কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেলা তৃনমূল নেতৃত্ব।এই ঘটনায় তৃনমূল কংগ্রেস জড়িত নয়। তাদের দাবি, সামনেই নির্বাচন। বিজেপি নিজেরাই নিজেদের মধ্যে মারধর করে তৃনমূলকে কালিমালিপ্ত করে প্রচারে আসার চেষ্টা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here