মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির বুথ সভাপতি বাড়িতে পর পর একাধিক বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা ১ ব্লকের ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি এলাকাযর বিজেপির ২৬৩ বুথ সভাপতি দীপায়ন চক্রবর্তীর বাড়িতে বোমা বিস্ফোরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বোমা উদ্ধার করে নিয়ে আসেন।
বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী আমার বাড়িতে পরপর তিনটি বোমা ফাটায় বলে অভিযোগ। তারপর তার পরিবারে লোকজন চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ছুটে আসলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমা গুলি উদ্ধার করে নিয়ে যান।
যদিও তৃণমূলের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতা অসীম নন্দী বলেন, “বিজেপি নিজেদের গোষ্ঠী কোন্দলকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে শান্ত দিনহাটাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। মানুষ এদের উদ্দেশ্য বুঝে গেছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন তাঁর বাড়ি থেকে বোমের কিছু সুতলী পাওয়া গেছে। সেগুলি উদ্ধার করা হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বিস্ফোরণ স্থানীয় বিজেপি নেতার বাড়িতে, বোমা বাঁধতে গিয়ে দূর্ঘটনা বলে অভিযোগ
প্রসঙ্গত, গত শনিবার রাতে দিনহাটা স্টেশন এলাকায় দীপায়ন চক্রবর্তী সহ দুইজনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় দীপায়ন চক্রবর্তী বাড়িতে ফিরে আসে। রাতে ফের তার বাড়িতে পরপর তিনটি বোমা ফাটায় বলেও তার অভিযোগ। গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584