লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে

0
67

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে লোন করিয়ে দেবার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে।এদিন সকালে ওই সংস্থার অফিস ভাঙচুর চালান ভুক্তভোগী মানুষরা।এই ঘটনায় এদিন দুপুর থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের টাউন ক্লাব লাগোয়া একটি বেসরকারি মার্কেট কমপ্লেক্স এর সামনে এক ভাড়া বাড়িতে।

Accusation of cheating against prvt company
নিজস্ব চিত্র

ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা এদিন ওই দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি সংস্থার কর্মচারীদের মারধরও করেছে বলে অভিযোগ।পরিস্থিতি সামাল দিতে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।বাসিন্দাদের অভিযোগ, মুদ্রা যোজনায় লোন পাইয়ে দেবার নাম করে আবেদনকারীদের কাছ থেকে আগাম টাকা নিয়ে রেখেছিল ওই বেসরকারি সংস্থাটি।এক বছর ধরে ঘুরিয়েও লোন না পেয়ে এদিন উত্তেজিত হয়ে ওঠে আবেদনকারীরা।আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ ওই বেসরকারি সংস্থার তিনজন কর্মীকে আটক করেন।

যুথিকা দাস ,পুজা মহন্ত জানান এই বেসরকারি সংস্থাটি লোন করে দেবার সময় ফর্ম ফিলাপের সময় ১৯০০ টাকা থেকে শুরু করে ২৭০০ টাকা করে দআবেদনকারীদের কাছ থেকে নিয়েছেন সংস্থার লোক।এদিন সকালে তারা তাদের লোন হয়েছে কিনা তা জিজ্ঞেস করলে অনেক অসংগতি দেখতে পান।তখনই ক্ষিপ্ত হয়ে আবেদনকারীরা ভাঙচুর শুরু করেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ অনলাইন জব পোর্টালে প্রতারিত যুবক

বেসরকারি সংস্থার মালিক সঞ্জু বিশ্বাষ জানান, ‘আবেদনকারীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি।সম্পুর্ন মিথ্যা কথা বলছেন তারা।’
পুরো বিষয়টি তদন্ত করছে বালুরঘাট থানার পুলিশ।প্রতারক সঞ্জু বিশ্বাষ ও লোন আবেদনকারীদের থানায় যেতে বলা হয় পুলিশের পক্ষ থেকে।এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here