তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে এল দূর্নীতির অভিযোগ

0
64

শ্যামল রায়,কালনাঃ
কালনা এক নম্বর ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দূর্নীতির অভিযোগে উঠেছে তাই এলাকায রয়েছে চাপা উত্তেজনা।দূর্নীতির ঘটনায় কালনা মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে দূর্নীতিতে অভিযুক্ত তৃণমূল দলের প্রাক্তন প্রধান এর শাস্তি চেয়ে পোস্টার পড়েছে এলাকায়।তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে বলে অভিযোগ এরপর পাল্টা অভিযোগ উঠেছে এলাকাতে।এখানে উল্লেখ থাকে যে ওই গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের প্রকল্পে  এক কোটি ২২ লক্ষ ৩৪২৯ হাজার টাকার দূর্নীতির অভিযোগ ওঠে।
প্রথমে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা হয়।এমনকি জেলা শাসকের কাছে অভিযোগ জমা হয়।
তৃণমূলের একটা অংশের অভিযোগ যে মহকুমাশাসক এমনকি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও সেটি ধামাচাপা পড়েছিল। এরপর স্থানীয়রা সরাসরি নবান্নে অভিযোগ পৌঁছে দেন।নবান্ন এর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর নির্দেশে জেলাশাসক কে তদন্ত করার আদেশ দেন।

এরপর জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব একটি স্পেশাল টিম গঠন করে তদন্ত শুরু করেন।জানা গিয়েছে যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌগত সাহার নেতৃত্বে ওই তদন্ত কমিটি এক সপ্তাহ জুড়ে বেগ পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তদন্ত করে অনেক অনিয়ম খুঁজে পেয়েছেন বলে খবর।
জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় এক কোটি ৩০ লক্ষ টাকার দূর্নীতির খবর এর আগে কখনো ঘটেনি বলে জেলা প্রশাসনিক সূত্রে খবর।তদন্ত রিপোর্ট পাওয়ার পর তড়িঘড়ি এফ আই আর কড়া নির্দেশ দেন রাজ্যের পঞ্চায়েত দপ্তর।সেইমতো স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এফেয়ার করেছেন।বিগত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিউলি মল্লিক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নারায়ন নন্দী এবং টেকনিক্যাল পারসন নরেন্দ্র নাথ দাসের বিরুদ্ধে কালনা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
এফ আই এর পরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তৃণমূলের একটা গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার প্রচার এবং পোস্টার সেঁটে দেয়া হয় এলাকায়।প্রাক্তন প্রধান এর গ্রেপ্তারের দাবিতে এই পোস্টার।তৃণমূলের একটা গোষ্ঠীর অভিযোগ যে দূর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণে তাদের উপর হামলা চলছে প্রাক্তন প্রধান শিউলি মল্লিকের স্বামী ইনসান মল্লিকের লোক জনেরা।এর ফলে একটা গোষ্ঠী অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীকে প্রচন্ড ভাবে মারধর করার অভিযোগ উঠেছে।এমনকি এক তৃণমূলের মহিলা নেত্রীকেও শ্রীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘিরে বিতর্ক

একশো দিনের কাজের দূর্নীতির অভিযোগ ঘিরে এলাকায় তৃণমূলের বিরুদ্ধে লাগাতার প্রচারের ডাক দিয়েছে বিরোধীরা।বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন যে, একশো দিনের প্রকল্প নিয়ে সঠিক মত তদন্ত হলে পূর্ব বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের ব্যাপক দূর্নীতি ধরা পড়বে।সরকারি টাকা তছনছ হয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক দূর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে।যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের এলাকায় কোন গোষ্ঠী কোন্দল নেই এবং দূর্নীতি নিয়ে প্রকৃত তদন্ত চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here