শ্যামল রায়,পূর্বস্থলীঃ
কালনা মহকুমার বগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।এর রেশ কাটতে না কাটতেই ফের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকশিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল।অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।স্থানীয় বাসিন্দারা একশো দিনের কাজের অনিয়মের অভিযোগ করে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারীদের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন।শনিবার গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন যে গ্রাম পঞ্চায়েতের সাপতা,জয় কৃষ্ণপুর,শান,ঘোষপাড়া, কালিনগর এর মতো জায়গায় একশো দিনের কাজের প্রচুর অনিয়ম হয়েছে।এই প্রসঙ্গে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন যে,লিখিত অভিযোগ দিয়েছেন ওই পঞ্চায়েতের বাসিন্দারা,তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।বগপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধান শিউলি মল্লিকের বিরুদ্ধে।কয় কোটি টাকার দূর্নীতির অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মহকুমা শাসক এবং স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে।এছাড়াও থানায় এফআইআর হয়েছে বলে জানা গিয়েছে।তার রেশ কাটতে না কাটতেই ফের ১০০ দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকশিমপাড়া গ্রাম পঞ্চায়েতে।
আরও পড়ুনঃ একশো দিনের কাজ বন্ধের প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ
এছাড়াও অভিযোগকারীদের দাবি ১০০ দিনের কাজে এমন অনেকের নাম আছে যারা কর্মসূত্রে ভিন দেশে থাকছেন অথচ কাজ না করেই তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা জমা পড়ছে।এটা এক ধরনের অনিয়ম বলেই মনে করছেন তারা। স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনিক স্তরে অভিযোগ করা হয়েছে।তৃণমূলের অঞ্চল সভাপতি বাদশা চৌধুরী ওরফে আমানুল্লাহ জানিয়েছেন যে,”আমরা অন্যায়ের বিরুদ্ধে তদন্তের পক্ষে আছি।” স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রতিমা দাস জানান এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584