রুগীর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগে নার্সিংহোম ভাঙচুর

0
93

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে রোগীর এই অভিযোগে রুগির পরিবারেরর লোকেরা ভাঙচুর চালাল নার্সিংহোমে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শ্রীমা নার্সিং হোমে।

ঘটনার প্রকাশ এই যে,মঙ্গলবার পেটের ব্যাথা নিয়ে শ্রীমা নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় গ্রামের বাসিন্দা অজয় দোলাইকে।পরিবারের সসদস্যদের অভিযোগ ভর্তি করার পর ভুলভাল চিকিৎসা করা ও ভুল ইঞ্জেকশান দেওয়ার জন্য মৃত্যু হয়েছে অজয় দোলাইয়ের।মৃত্যুর খবর পাওয়ার পরেই পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে বুধবার সকালে নার্সিং হোমে ভাঙচুর চালায়।

নিজস্ব চিত্র

নার্সিং হোমের জানালার কাচ, ঔষুধের বাক্স, টেবিল, সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর চালায় গ্রামবাসীরা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে। নার্সিংহোম চত্ত্বরে চলছে উত্তেজনা। মালিক পলাতক। মৃতের পরিবারের দাবী এর আগেও এই নার্সিং হোমে এরকম ঘটনা ঘটেছে। এবং ভুল চিকিৎসার জন্য কয়েকজন মারাও গিয়েছে। আমরা চাই এই নার্সিং হোম সিল করে দেওয়া হোক।কিন্তু ভুল চিকিৎসার কোন সুনির্দিষ্ট প্রমাণ রোগীর বাড়ির লোকেরা দেয় নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here