নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি র অভিযোগে গ্রেফতার হলেন এক শিক্ষক । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসষ্ট্যান্ডে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে টিউশনি পড়ে বাড়ি ফেরার জন্য বাসে উঠছিলেন এক উচ্চ মাধ্যমিক ছাত্রী।আর সেই সময়েই ওই বাসের মধ্যেই ছিল অভিযুক্ত শিক্ষক তখনই ওই ছাত্রীকে শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ ।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নম্রমতী ঘোষ। তার বাড়ি গোঘাটের বেলে কুসুমা গ্রামে। নম্রমতী কামারপুকুর কলেজের আংশিক সময়ের শিক্ষক। তাকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।অভিযোগ যে, বৃহস্পতিবার বিকেলে আরামবাগ বাসস্ট্যান্ডে বাড়ি ফেরার জন্য বাসে উঠেছিলেন ঐ ছাত্রী। নম্রমতীও ওঠেন ঐ বাসে। অভিযোগ যে, সেই সময়ে ছাত্রীটিকে তিনি শ্লীলতাহানি করে সে। ছাত্রীটির চিৎকার চেঁচামিচিতে বাসস্ট্যান্ডের লোকজন জমে যায়।
বাস কর্মী ইউনিয়নের লোকেরা শিক্ষক ধরে পুলিশের হাতে তুলে দেন । পরে এদিনই রাতে ছাত্রীটি আরামবাগ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে এদিন রাতেই গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্ত শিক্ষককে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।যদিও এই ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক কোন মন্তব্য করতে চান নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584