বাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
55

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Accusation of kidnapped bjp worker against tmc
নিজস্ব চিত্র

বুধবার গভীর রাতে এক বিজেপি কর্মীর বাড়ির উপর হামলা চালিয়ে তাকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের দিকে,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নং ব্লকের বিরিবাড়ি গ্রামে।বিজেপির দলীয় সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে বিরিবাড়ি গ্রামে বিজেপির সক্রিয় কর্মী হৃষীকেশ ধাওরিয়ার বাড়িতে এক দল তৃণমূলের দুষ্কৃতী রড,লাঠি ও বোমা নিয়ে হৃষীকেশ বাবুর বাড়িতে হামলা চালায় এবং তাঁর স্ত্রী সরস্বতী দেবীকেও মারধর করে বলে অভিযোগ,শুধু তাই নয় ভেঙে দেওয়া হয় বাড়ির আসবাপত্র জ্বালিয়ে দেওয়া হয় মোটরসাইকেল।

আরও পড়ুনঃ বিজেপি কর্মীর কন্যাকে অপহরণের অভিযোগে উত্তাল লাভপুর

Accusation of kidnapped bjp worker against tmc
নিজস্ব চিত্র

এই সব তাণ্ডব করার পর হৃষীকেশ বাবুকে তুলে নিয়ে যায় এমনই অভিযোগ পরিবার তরফ থেকে,যদিও সমগ্র ঘটনাটি অস্বীকার করা হয় তৃণমূলের তরফ থেকে তাঁদের পাল্টা অভিযোগ গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা,সমগ্র ঘটনার তদন্ত চালাচ্ছে ভগবানপুর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here