মনিরুল হক, কোচবিহারঃ
বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহারের তুফানগঞ্জের ২ ব্লকের শালবাড়ি গোডাউন মোড় এলাকায়। চিৎকার চেঁচামেছি শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন ওই ব্যক্তি বাড়ির বারান্দায় মুখ থুপরে পরে রয়েছে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ বর্মন (৬০)। বাড়ি বজরাপুর গ্রামে। জানা গিয়েছে, বিশ্বনাথবাবু প্রতিদিন মদ্যপ অবস্থায় তাঁর ছেলে প্রসেনজিৎ বর্মন ও বৌমার উপর অত্যাচার চালাত। বুধবার রাতেও ছেলের অবর্তমানে মদ্যপ অবস্থায় বৌমাকে মারধর করেন বলে অভিযোগ। পরের বিকেলে ছেলে বাড়ি ফিরে আগের রাতের ঘটনা জানতে পেরে ধারাল অস্ত্র দিয়ে বিশ্বনাথবাবুকে কোপ মারে বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে এসে ওই মৃতের ছেলে প্রসেনজিৎ বর্মনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584