সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বাইক ও মোবাইল ফোন শ্বশুরবাড়িতে চেয়ে না পাওয়াই স্ত্রী কে খুন,দাবি মৃতার পরিবারের ।
বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার চক বলাই বাগে।ঘটনার জেরে এলাকাই উত্তেজনা ছড়িয়ে ।১১ মাস আগে প্রেম প্রনয় করে আলতা বেড়িয়া বাসিন্দা মাধব মাকালের মেয়ে ইন্দ্রীরা বাগ মাকাল কে।
বিবাহ করে চক বলাই বাগের বাসিন্দা সঙ্কর বাগের ছেলে সুমন বাগ ।বিবাহের পর বেশ কিছু দিন ভালোই চলছিল তারপর শুরু হয় অশান্তি ।ইন্দ্রীরা বাগ /মাকালের বাপের বাড়ির লোকজন বিষ্ণুপুর থানাই লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষ্ণুপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে মৃতার শ্বশুর – সঙ্কর বাগ, শাশুড়ি – বেলপতি বাগকে গ্রেফতার করে।আজ দেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে দেহ তুলে দেবে বিষ্ণুপুর থানার পুলিশ।মৃতা ইন্দ্রীরা বাগ /মাকালের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ যে প্রমাণ লোপাটের জন্য ভোটার কার্ড, আধার কার্ড এছাড়াও জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায়।
আরও পড়ুনঃ সুলতানপুরে পুজোর চাঁদা নিয়ে কোন্দল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584