সুদীপ পাল,বর্ধমানঃ
বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক র্যাগিং যাতে কোন ভাবেই না হয় সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাতে সব সময় কড়া নির্দেশ রয়েছে।অথচ সেই নির্দেশিকা অমান্য করে বর্ধমানের সাধনপুরে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে র্যাগিংয়ের অভিযোগ উঠল।অভিযোগ প্রথম বর্ষের ছাত্রদের উপর র্যাগিং করা হয়েছে। অধ্যক্ষকের কাছে অভিযোগ জানানোর পর পড়ুয়ারা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়,১২ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।বর্ধমান কোর্টে আত্মসমর্পণ করে অভিযুক্তরা।পরে অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়।প্রথম বর্ষের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ করে বলেন “এই ধরনের র্যাগিং এর মানসিকতা সম্পন্ন পড়ুয়াদের কলেজ কিভাবে পড়ার সুযোগ দিচ্ছে? প্রশ্ন উঠেছে আবারও।
আরও পড়ুনঃ অলোকনাথের বিরুদ্ধে বিনতা নন্দা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584