মূক-বধির ছাত্রীকে ধর্ষণ, অপহরণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

0
86

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Kidnapped student | newsfront.co
অপহৃত আক্রান্ত ছাত্রী।ফাইল চিত্র

বছর উনিশের মূক ও বধির স্কুল ছাত্রীকে দিনের পর দিন ধর্ষন। অভিযোগের তীর এলাকারই যুবক সেখ হাফিজুলের বিরুদ্ধে।

mother of Kidnapped student | newsfront.co
আক্রান্ত কিশোরীর মা।নিজস্ব চিত্র

অভিযুক্তর বিরুদ্ধে আক্রান্ত কিশোরীকে অপহরণেরও অভিযোগ।

Accusation of rape deaf and dumb student | newsfront.co
এসপি অফিসে আক্রান্তর পরিবার।নিজস্ব চিত্র

নোদাখালি থানার ডোঙারিয়ার সোনারপুর গ্রামের ঘটনা।আক্রান্ত ছাত্রী স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

ঘটনার সুত্রপাত চলতি বছরের ১৭ মে।আক্রান্ত পরিবার জানতে পারে ১১ জুন।থানায় অভিযোগ জানায় পরিবার।এরপর নির্যাতিতার পরিবারকে কেস তুলে নিতে হুমকি দেয় যুবক।এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ।

Uttam Mandal | newsfront.co
উত্তম মন্ডল,মানবাধিকার কর্মী। নিজস্ব চিত্র

তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্যর দ্বারস্থ হয় নির্যাতিতর পরিবার।সেখানেও অসহযোগিতার অভিযোগ পরিবারের।

এরপর গত ৩০ জুন স্কুলের সামনে থেকে নির্যাতিতাকে অপহরণ করা হয় বলে দাবি। গত ৩ জুলাই ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপিকে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত নির্যাতিতর পরিবার।

পরিবারের অভিযোগ, যুবকের সঙ্গে প্রথমে বিয়ে দিতে রাজি হয় ছাত্রীর পরিবার। কিন্তু অভিযুক্ত যুবক রাজি ছিলনা।তারপর আইনের দ্বারস্ত হয়।এরপর বিয়েতে রাজি হয়। পরে যুবক তৃনমূল নেতা বাপি সেখের সহযোগে সালিশি সভায় বিয়ের প্রস্তাবের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দাবি করে।

আরও পড়ুনঃ বিবাহ বর্হিভূত প্রেমে ‘পথের কাঁটা’ সন্তানকে হত্যা করে গ্রেফতার মা

Bapi Sk | newsfront.co
বাপি সেখ,স্থানীয় তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

যা দিতে অস্বীকার আক্রান্তর পরিবার।অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃনমূল নেতা বাপি সেখ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here