ফের পুলিশের তোলাবাজির অভিযোগ দুর্গাপুরে,আক্রান্ত যুবক

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

পুলিশের বিরুদ্ধে তোলাবাজিরতোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার বেঁধেছিল দুর্গাপুরের বেনাচিতিতে।তোলা নিয়ে বিবাদের জেরে একটি গাড়ির চালককে মারধর করে পুলিশ।পরে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের ঘেরাও করে পাল্টা মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে।

Accusation of tolabaji against police
আক্রান্ত।নিজস্ব চিত্র

পুলিশের জুলুমের অভিযোগের কথা বারবার বলেছেন ব্যবসায়ীরা।
এবার ফের তোলাবাজির অভিযোগ উত্তপ্ত হল দুর্গাপুর। মোটর বাইক বৈধ নথিপত্র দেখানো সত্ত্বেও টাকা চাওয়া হয়েছিল।টাকা না দেওয়াতে বাড়িতে এসে ওই যুবক ও তাঁর পরিবারের লোকজনকে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।জানা যায়,কাদারোড-এর বাসিন্দা রাহুল রায় একটি নতুন মোটরবাইক কিনেছিলেন। সেটি রাতে বাড়ির বাইরে রাখা ছিল।পুলিশের একটি গাড়ি সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর বাড়ির কাছে দাঁড়ায়। পুলিশের গাড়ি চালক মোটরবাইক নথিপত্র দেখতে চান। সমস্ত নথিপত্র দেখানো সত্ত্বেও রাহুলবাবুর অভিযোগ, তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। এই টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে এবং সাময়িক ভাবে তা মিটেও যায়।

রাহুলবাবুর অভিযোগ,এই ঘটনার কিছুক্ষণ পরেই ওয়ারিয়া ফাঁড়ি থেকে কয়েকজন পুলিশকর্মী তাঁর বাড়িতে আসেন।কিছু বলার আগেই তাঁকে এবং তাঁর মাকে মারধর করা হয় বলে অভিযোগ।গোলমাল বুঝে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হলে তাঁদের ওপরেও লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ বাসিন্দাদের একাংশ।

আরও পড়ুনঃ বিজেপি কর্মী গ্রেফতারের প্রতিবাদে অবরোধ দিনহাটায়

এলাকার বাসিন্দাদের অভিযোগ,পুলিশ যে কোন অজুহাতে তোলা চাইছে।এই ঘটনার বিহিত দরকার এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ যে তাঁরা হবেন তা জানান।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি (পূর্ব) অভিষেক মোদি সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here