নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় কার্যালয়ে থাকা পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উরিয়ে দিয়েছেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ,মঙ্গলবার রাতে শাসক দল তৃনমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রাতে অন্ধকারে এসে দলীয় কার্যালয়ের বারান্দায় লাগানো পতাকা খুলে নিয়ে টিনের চালের ওপরে ফেলে দেয়।পাশাপাশি কার্যালয়ের সামনে থাকা বেশকিছু ফ্লেক্স মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ।শুধু ফ্লেক্স ও পতাকা মাটিতে ফেলে দেওয়াই নয়,কার্যালয়ের সামনে ময়লা আবর্জনা দিয়ে ঘিরে ফেলে বলে বিজেপির জেলা কনভেনার উৎপল দাস অভিযোগ করেন।তিনি আরও বলেন, এই ঘটনাটি ইতিমধ্যেই তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃনমূল কংগ্রেসের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি চাঁদমোহন সাহা বলেন,’এই ঘটনার সাথে তৃনমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে।আমাদের লোকেরা কেউই ওদের ক্ষতি করেনি।তারপরেও আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি।’
আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে সেনার ছবি ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এদিকে এখনও ঘোষণা হয়নি বিজেপির প্রার্থী তালিকা।তার আগেই তুফানগঞ্জ শহরে এরকম ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584