নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ
বিজেপির দলীয় বৈঠকে হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত হযরতপুর গ্রামে বিজেপির একটি দলীয় বৈঠক চলছিল ।অভিযোগ তৃণমূলের কংগ্রেসের স্থানীয় নেতা কিশোর ও দীপক ঘোষের নেতৃত্বে তৃণমূলের কয়েকজন কর্মী সেখানে আসে এবং বৈঠক বন্ধ করে চলে যেতে বলে ।বিজেপি কর্মীরা বৈঠক বন্ধ না করায় সেখান থেকে জোর করে বের করে দেওয়া হয় তাদের ।বাড়ি ফিরে আসার সময় স্থানীয় বড়তলা নামে একটি জায়গায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বাঁশ, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়িতে। ছিঁড়ে ফেলা হয় বিজেপির দলীয় পতাকা। ঘটনায় আহত হয় বিজেপির কিষান মোর্চা বীরভূম জেলা সম্পাদক শান্তনু মন্ডল সহ চার বিজেপি নেতা। এদেরকে সিউড়ি স্বস্তিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির অভিযোগ বৈঠক চলাকালীন গন্ডগোলের সময়ই খয়রাশোল থানায় ফোন করা হলেও পুলিশ আসেনি ঘটনাস্থলে ।বটতলায় যখন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হচ্ছিল তখনো ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়ি ,তখনও তাদের সাহায্য করেনি পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে খয়রাশোল থানার পুলিশ।
এবিষয়ে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। সাথে সাথে রাজ্য বিজেপি কেউ এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে অভিযোগ জানাচ্ছে জেলা বিজেপি। এদিকে খয়রাশোল এর তৃনমূলের ব্লক সভাপতি দীপক ঘোষ তার বিরুদ্ধে মারধোরের অভিযোগ ওঠা নিয়ে বলতে গিয়ে বলেন, কোনো তৃণমুলের কর্মী এই ঘটনার সাথে যুক্ত নয় এটি বিজেপি’র গোষ্ঠী দ্বন্দ্বের ফল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584