নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শ্যালককে খুন করার অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। সিনেমার কায়দায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর নাম, শোবু সেখ(৪১)। বাড়ি মালদহ জেলার ইংরেজবাজার থানার রাজনগর খোয়ারামোড় এলাকায়। জানা গিয়েছে গত ছয়দিন আগে মুম্বাইয়ে থাকার সময় বচসা শুরু হয় জামাই এবং শ্যালকের মধ্যে। অভিযোগ সেই সময় কাঠের বাটামের আঘাতে মৃত্যু হয় শ্যালকের। মৃতর নাম রহিম মুসলিম সেখ(৩৫)। বাড়ি ঝাড়খন্ডের রাজমহল এলাকায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। মুম্বাই পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে।
পুলিশ জানতে পারে অভিযুক্ত ট্রেনে চেপে বাড়ি ফিরছে। সেই সময় অভিযুক্তর মোবাইল ট্র্যাক করে বিমানে চেপে মুম্বাই পুলিশের দুই অফিসার কলকাতা পৌঁছায়। সেখান থেকে ট্রেনে চেপে মালদহ পৌঁছায়। অভিযুক্ত বাড়ির ঢোকার আগেই ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় মুম্বাই পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে তোলা হয়। তিনদিনের ট্রানজিট রিমাইন্ডে মুম্বাই নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584