শ্যামল রায়,কাটোয়াঃ
মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগ উঠল। খাবারে পচা কলা,পচা ডিম,নোংরা থালায় খাবার দেওয়া হয় কচিকাঁচাদের এমনটাই অভিযোগ আনলেন ওই গ্রামের অভিভাবক বাবু হাজরা।পূর্বস্থলী ২ নম্বর ব্লকের আই সি ডি এস প্রকল্প আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাবু হাজরা।বাবু হাজরার অভিযোগ যে গত তিন দিন আগে তার ছোট মেয়ে পাটুলি অঞ্চলের নেহেরু প্রাথমিক বিদ্যালয়ে একটি অঙ্গওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করতে যায়।ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এলাকার অভিভাবক অভিভাবিকাদের।
অথচ ওই কেন্দ্রের নিম্নমানের খাবার দেওয়ার বিষয়ে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি।তার মেয়ে দীপান্বিতা হাজরা ২৮ আগস্ট বিদ্যালয় থেকে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারের থালা ভর্তি নোংরা পচা ডিম এবং পচা কলা দেওয়া হয়েছিল।
অঙ্গওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত সহায়ক এবং সাহায্যকারীকে বিষয়টি বলা সত্ত্বেও শোনেন নি বরং বিষয়টি নিয়ে হইচই করতে নিষেধ করেছিল তাকে।তিনি প্রশ্ন করেছিলেন এই ধরনের নিম্ন মানের খাবার কেন দেওয়া হয়?দীর্ঘদিন ধরেই এই ধরনের অভিযোগ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিরুদ্ধে।তাই প্রকৃত ঘটনা তদন্তের জন্য শিশু সংহত প্রকল্প আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন। প্রকল্প আধিকারিক অরূপ রায় জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ কেরলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিদ্যানগরে ত্রাণ সংগ্রহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584