শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এক কিশোরীকে জোর করে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রসুলপুর গ্রামের বাসিন্দা সোনামন দাস গ্রামেরই মাঠে কাজ করতে থাকা এক কিশোরীকে জোর করে মাঠের এক প্রান্তে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বিবাহিত যুবক সোনামন দাসের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। কিন্তু সেই সময় গ্রামের বাসিন্দারা নিজেদের মধ্যে ব্যাপারটি মিটিয়ে ফেলে। কিন্তু পুনরায় সোনামন দাস একই কাজ করায় গ্রামের প্রতিটি বাসিন্দাই ক্ষিপ্ত বলে জানা গেছে।
খবর জানাজানি হতেই গ্রামের বাসিন্দারাই পুলিশে খবর দিলে সোনামন দাস গ্রাম ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ কিশোরীটির মেডিক্যাল পরীক্ষা করে সোনামন দাসের ওপর কেস রুজু করেছে বলে জানা গেছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশিও চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584